আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পিস্ প্রেসার গ্রুপের (পিপিজি) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় আশাশুনি উপজেলা রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পেভ কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চু। সভায় বক্তব্য রাখেন আশাশুনি সুজন’র সভাপতি সাংবদিক জিএম মুজিবুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট’র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল, পিপিজি সদস্য এস.কে হাসান, গোলাম মোস্তফা, দিপন কুমার মন্ডল, খুরশীদ আলম, জ¦লেমিন হোসেন প্রমুখ। সভায় আগামী ২৯ অক্টোবর আশাশুনিতে সুষ্ঠ ও সন্ত্রাসমুক্ত জাতীয় নির্বাচনে করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।
9,096,130 total views, 269 views today