আশাশুনি প্রতিনিধি: আশাশুনির চেউটিয়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করা হয়েছে। এতে উপকৃত হবে চেউটিয়া ও কাকবাসিয়ার লবণাক্ত এলাকার কয়েক হাজার মানুষ।
শুক্রবার (২৬ অক্টোবর) দুপুুরে চেউটিয়া দক্ষিণপাড়ায় নজরুল ইসলাম সরদারের মালিকানাধীন বাণিজ্যিক এ প্লান্টটি উদ্বোধন করা হয়।
পানির প্লান্টটি উদ্বোধন করেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কবীর হোসেন, অনুপ সানা, মাষ্টার রইচ উদ্দীন, সমাজসেবক আনিছুর রহমান, আবিদুর রহমান, রোকনউদ্দীন প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/