আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টায় আশাশুনি সাব-রেজিস্ট্রি কার্র্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাব-রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জী। সভায় প্রধান অফিস সহকারী প্রশান্ত কুমার হালদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন দলিল লেখক বদরুদ্দোজা বদর, রাবিদ মাহমুদ চঞ্চল, দীপঙ্কর মন্ডল, নিরাপদ মন্ডল, রমজান আলী, মোরশেদ মামুদ লিপ্টন, আইয়ুব আলী, আহসান হাবিব, রনদা প্রসাদ মন্ডল, আহসান উল্লাহ আছু, বরুণ মন্ডল প্রমুখ। সভায় সভাপতি সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখকদের সকল কাজে স্বচ্ছতা রাখতে ও জনগণকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
9,171,206 total views, 1,201 views today