আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উৎসব ও মেলা উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) রাজিবুল হাসান। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কামরুন নাহার কচি প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে সাংস্কৃতিক উৎসবে গিয়ে মিলিত হয়। বিকেলে একই স্থানে ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।