আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা শ্রমিকলীগের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ১১টি ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সংগঠনের দলীয় কার্যালয়ে শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হারুন অর রশিদ, আলমগীর হোসেন, আবুল কাশেম খোকা, ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, শ্রমিকনেতা সুজন, শংকর প্রমুখ। সভায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে দলের সকল নেতাকর্মীকে সব রকম অপশক্তি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
9,152,098 total views, 13,571 views today