Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভাতা প্রদান

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টায় মাহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ভাতা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে ভাতা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্র্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, কৃষি কর্মকর্তা শামিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা আনছারুল আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে আইজিএ প্রকল্পের ৪০ জন প্রশিক্ষণার্থীকে ২ লক্ষ ৩১ হাজার ৩শ টাকা ও রাজস্ব খাতের ৩০ জন প্রশিক্ষণার্থীকে ১ লক্ষ ৭৬ হাজার ১শ টাকা ও সনদপত্র প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version