আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা ভিজিডি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুুধবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন।
সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম, দীপংকর কুমার সরকার, আব্দুল আলিম মোল্যা, স,ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, প্রভাষক ম. মোনায়েম হোসেন, ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারসহ উপজেলা ভিজিডি কমিটির সদস্যবৃন্দ।
সভায় ১০ নভেম্বরের মধ্যে সকল ইউপি চেয়ারম্যানকে ভিজিডি তালিকা ও আবেদনপত্র জমা দেয়াসহ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।