সমীর রায়, আশাশুনি: ‘স্বনির্র্ভর চলায় সাদা ছড়ি নিরাপত্তার প্রতীক’ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ডিআরআরএ এর সহযোগিতায় এবং আইডিয়ালের বাস্তবায়নে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কর্র্মকর্তা ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্র্বাহী কর্মকর্র্তা মাফ্ফারা তাসনীন।
আইডিয়ালের ফিল্ড সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা রাজিবুল হাসান, আরডিও বিশ্বজিত ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোপান পরিচালক সেকেন্দার আলী, ডিপিও পরিচালক মফিজুুল ইসলাম প্রমুখ।
অনুুষ্ঠানে প্রতিবন্ধীদের সাদাছড়ি প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে।