Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহনন

আশাশুনি/বড়দল প্রতিনিধি: প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহননের পথ বেছে নিলেন মাও।
সোমবার (২২ অক্টোবর) সকালে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে। আত্মহননকারী মায়ের নাম শান্তি রানী মন্ডল (৩৬) ও তার প্রতিবন্ধী মেয়ের নাম তমালিকা (৯)।
শান্তি রানী মন্ডল ঐ গ্রামের দিনমুজুর উত্তম মন্ডলের স্ত্রী।
উত্তম মন্ডলের বড় মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী তন্দ্রা মন্ডল জানায়, সকালে ঘুম থেকে ওঠার আগে তার বাবা ঘেরে চলে যায়। মা অন্য কাজ করছিল। আর সে রান্না করছিল। সকাল ৯টার দিকে সে গোঙানির শব্দ শুনে দৌড়ে ঘরে গিয়ে দেখে মা বিষক্রিয়ায় ছটফট করছে। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। আর প্রতিবন্ধী বোন তমালিকার (৯) নিথর দেহ পড়ে আছে।
তন্দ্রার চিৎকারে পার্শ্ববর্র্তী লোকজন এসে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
তন্দ্রা আরও জানায়, মা তার প্রতিবন্ধী শিশু বোনটির পরিচর্যা করতে করতে হাফিয়ে উঠেছিল।
এলাকাবাসীর ধারণা, অতিষ্ঠ হয়ে ধৈর্যের কাছে হার মেনে মা মেয়েকে মেরে নিজে আত্মহত্যা করেছে।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version