Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

সমীর রায়, আশাশুনি: আসন্ন শারদীয় দুর্র্গা উৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃৃন্দের সাথে মতবিনিময় করেছে আশাশুনি থানা পুলিশ।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী।
সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হীরুলাল বিশ্বাস, আওয়ামী লীগ’র প্রচার সম্পাদক জগদীশ মন্ডল প্রমুুখ।
সভায় ১০৬টি পূজা ম-পের পরিবেশ ও পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন ১১টি ইউনিয়ন পূূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ, আনসার ও ভিডিপি বাহিনীর পক্ষ থেকে সর্র্বোচ্চ প্রচেষ্টা অব্যহত থাকবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও সকল পরিস্থিতি মোকাবেলা করতে তৎপর থাকতে হবে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, পূজা নির্র্বিঘেœ সম্পন্ন করতে আশাশুনি থানা পুুলিশ বদ্ধপরিকর। কোন প্রকার গুজবে কান দিবেন না। পুলিশের একটি টিম সর্বদাই ফেসবুকের গুজব সৃৃষ্টিকারি বিভিন্ন পোস্ট পর্র্যবেক্ষণ করে যাচ্ছে। অপপ্রচারকারী ও নাশকতাকারীদের যেকোন তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করতে অনুরোধ জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version