Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জেডিসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন জেডিসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকালে আশাশুনি আলিয়া মাদ্রাসার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, কেন্দ্র সচিব মাওলানা আবু হাসান, গাজীপুর মাদরাসার অধ্যক্ষ হুমায়ুন কবির, কুড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আদম শফিউল্লাহ প্রমুখ।
বক্তারা আগামী ১ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য জেডিসি পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করতে কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালনকারীদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়তা সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version