Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৫২৪৪ জন

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় উপজেলার ৬টি কেন্দ্রে ৫ হাজার ২ শত ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (১ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া পরীক্ষাটি সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
এর মধ্যে জেএসসিতে ৪ হাজার ৭৫ জন এবং জেডিসিতে ১ হাজার ১ শত ৬৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।
জেএসসি কেন্দ্রের মধ্যে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪ জন ছাত্রী ও ৭৫৭ জন ছাত্রসহ মোট ১৩৩১ জন, দরগাহপুর স্কুল কেন্দ্রে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৮ জন ছাত্রী ও ২৫৬ জন ছাত্রসহ মোট ৫৬৪ জন, বুধহাটা স্কুল কেন্দ্রে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৪ জন ছাত্রী ও ৬৪৭ জন ছাত্রসহ মোট ১২৫১ জন এবং বড়দল স্কুল কেন্দ্রে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে।
জেডিসি কেন্দ্রের মধ্যে আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ২১টি মাদরাসার ৮১১ জন এবং গুনাকরকাটি কামিল মাদরাসা কেন্দ্রে ৮টি মাদরাসার ৩৫৮ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version