আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুন কুমার ব্যানার্জী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ।
এর আগে সরকারি কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে স্কুলের শিক্ষার্থীদের সুস্থ থাকতে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে প্রশিক্ষণ ও স্বাস্থ্যসম্মত ভাবে হাত ধোয়ানো হয়।
আশাশুনিতে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/