আশাশুনি প্রতিনিধি: ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়- এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও পদযাত্রার মধ্য দিয়ে আশাশুনিতে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) বুধহাটা বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
পিস প্রেসার গ্রুপ, সুজন- সুশাসনের জন্য নাগরিক ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ.ব.ম মোছাদ্দেক। পেভ এর আহ্বায়ক আব্দুস সামাদ বাচ্চু, প্রতিনিধি এসকে হাসান, গোলাম মোস্তফা, দিপন মন্ডল, ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী এবং শান্তি ও অহিংসার পক্ষে বিভিন্ন শ্লোগান সহকারে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেইন সড়কে গিয়ে শেষ হয়।
এছাড়া আশাশুনি সরকারি কলেজ ও কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ে বিশ^ অহিংস দিবস পালন করা হয়েছে।