নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: ‘উন্নয়নে গ্রামীণ নারী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের আটুলিয়াতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সুশীলনের আয়োজনে ও মোনাশ বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং অক্সফাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুস সালাম, জি এম আবুল বাশার, সন্তোষ কুমার বৈদ্য, শিক্ষক মিজানুর রহমান, নাসির উদ্দিনসহ প্রকল্প কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুশীলন প্রকল্পের প্রজেক্ট অফিসার তাপস কুমার মিত্র।