নয়ন আহমেদ, নুরনগর (শ্যামনগর): কালিগঞ্জে আক্ষেপ করে নিজের কবর নিজে খুঁড়লেন আজিজুর গাজী নামে এক বৃদ্ধ। মঙ্গলবার (২৩ অক্টোবর) উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে আজিজুর গাজী নিজেই তার কবর খুঁড়েছেন। সে খড়িতলা গ্রামের মৃত বামদ্দি গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, চার ছেলে এক মেয়েসহ স্ত্রীকে নিয়ে সুখের সংসার চলছিল আজিজুর গাজীর। কিন্তু গত কয়েক মাস যাবৎ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার খরচ চালাতে গিয়ে সংসারে অভাব অনাটন চলে আসে তার। এক পর্যায় কর্মাক্ষম আজিজুর গাজী দিশাহারা হয়ে ছেলেদের বলেন, আমার ভিটার একটি জায়গা নির্ধারণ করে দিচ্ছি আমি মারা গেলে এইখানে আমাকে কবর দিস। জবাবে ছেলেরা বলে সামনে রাস্তার পাশের পজিশন জায়গায় কবর দিতে পারবো না। মনের কষ্টে আজিজুর গাজী বাজার থেকে এক বোতল বিষ কিনে নিয়ে কাছে রেখে সবার অগোচরে নিজের পছন্দের জায়গায় নিজের কবর খুঁড়তে শুরু করেন। সকালে পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভীড় জমায়। বিষয়টি নিয়ে আজিজুর গাজীর সাথে কথা বললে তিনি বলেন, আমার নির্ধারণ করা জায়গায় আমার কবর দেবে না বলে আমি আমার কবর নিজে খুড়ে আত্মহত্যা করবো এমন সিদ্ধান্ত নিয়েছিলাম।
আক্ষেপে নিজের কবর নিজে খুঁড়লেন বৃদ্ধ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/