ধুলিহর প্রতিনিধি: অহিংস দিবস উপলক্ষ্যে সদর উপজেলার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে রূপান্তর ও অগ্রগতি সংস্থার সহায়তায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অহিংস সমাজ বির্নিমাণে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কলেজ অধ্যক্ষ এআরএম মোবাশ্বের হক জ্যোতির সভাপতিত্বে ও মো. শরীফ আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, সহকারি অধ্যাপক রেজাউল করিম, আকবর হোসেন, মো. রেজাউল ইসলাম, তাসমিয়া সুলতানা, ছালেহা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে সঞ্চালক মো. শরীফ আহমেদ শিক্ষার্থীদের সকল প্রকার হিংসা, সন্ত্রাস ও উগ্রপন্থা পরিত্যাগ করে একটি সুন্দর, সুষ্ঠ ও সম্প্রতিময় সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার একটি শপথ বাক্য পাঠ করান।