Site icon suprovatsatkhira.com

অসামাজিক কাজ: আটক পুলিশ কনস্টেবল মুচলেকায় মুক্ত

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় কামরুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে এলাকাবাসী। তবে, মুচলেকা দিয়ে এ যাত্রায় রেহাই পেয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের চেউটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কামরুজ্জামানের কনস্টেবল নম্বর ৬৮৫৮।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, কনস্টেবল কামরুজ্জামান একই ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মহিউদ্দিনের মোড়লের ছেলে। সে এক তরুণীকে নিয়ে আশাশুনির আনুলিয়া গ্রামে তার নানা বাড়িতে অবস্থান করছিল। সন্ধ্যার কোন এক সময় কামরুজ্জামান মেয়েটির সাথে অসামাজিক কাজে লিপ্ত হলে প্রতিবেশিরা তাদের দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন। রাতেই তাদেরকে আনুলিয়া ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। চেয়ারম্যান আরও জানান, তিনি প্রাথমিক অভিযোগের ভিত্তিতে একটি মুচলেকা নিয়ে তাদের দুইজনকেই ছেড়ে দিয়েছেন।
তিনি জানান, কামরুজ্জামনের স্ত্রী আম্বিয়া খাতুন নিজেও একজন পুলিশ কনস্টেবল।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও তার স্ত্রীকে এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে খুলনা মেট্রাপলিটন পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বলেছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version