জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সাতক্ষীরা পিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নিজে সৎ থাকা ও অন্যদের সৎ থাকার চেতনা সৃষ্টির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকারের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাকিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি ও দুপ্রক এর সহ-সভাপতি মুরসিদা আকতার। এ সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাফিজুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শেখ ফরিদ আহমেদ। সভায় তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহবান জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)