এমআর মামুন: বিশ্ব বরেণ্য সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিনের ৬৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের আজকের (৪ সেপ্টেম্বর) এই দিনে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লুতফর রহমান ও মাতার নাম বেগম মৌলুদা খাতুন। দাম্পত্য জীবনে সাবিনা ইয়াসমিন এক কন্যা ও এক ছেলের জননী।
মন মাতানো জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন শিকড়ের টানে ২০১৭ সালের ডিসেম্বরে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে আয়োজিত ‘সুবর্ণ জয়ন্তী’তে অংশগ্রহণ করতে সাতক্ষীরায় আসেন।