আশাশুনি (শোভনালী) প্রতিনিধি: আশাশুনির শোভনালীতে দুর্নীতি দূরীকরণে করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে শোভনালী ইউনিয়ন পরিষদ হলরুমে স্ট্রোমি ফাউন্ডেশনের অর্থায়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাসের মর্যাদা ও স্থায়ীত্বশিলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন শোভানালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন।
এসময় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, গ্রামআদালত সহকারি কনক মন্ডল, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনজিল সুলতানা প্রমুখ।
বৈঠকে দুর্নীতি প্রতিরোধে করণীয়, প্রকল্প এলাকায় জনসংগঠনগুলো দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নিতে সচেনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে অংশগ্রহণকারীগণ দায়িত্ব সচেতন হতে পারে সে ব্যাপারে বিস্তারিত মতবিনিময় ও আলোচনা করা হয়।