ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের নওয়াবেকীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আশিককে দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। গত ১৪ সেপ্টেম্বর শুক্রবার দৈনিক সুপ্রভাত সাতক্ষীরায় শিশু আশিককে নিয়ে ‘অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না শিশু আশিকের’ শিরোনামে প্রকাশিত সংবাদটি তার দৃষ্টিগোচর হলে ওইদিনই তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু আশিককে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় সংসদ সদস্য শিশু আশিকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তার সহধর্মিনী ফাতিমা হায়দার সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয় নওয়াবেকীর শিশু আশিক। এতে তার পেটের নাড়ভুড়ি বের হয়ে যায়। থেতলে যায় একটি পা।