ব্রহ্মরাজপুর প্রতিনিধি: ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে ম্যাক্স ওয়াশ প্রকল্পের কর্মীদের ট্যাব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে ম্যাক্স ওয়াশ-২ প্রকল্পের এইচপিএ কর্মীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়। এসকেএস ফাউন্ডেশনের ব্রহ্মরাজপুর ইউনিয়ন ইউএফ মোছা. রওশন আরা খাতুন এর সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এসএস শহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক দূরুল হুদা মন্ডল, ইউপি সচিব শেখ আমিনুর রহমান, প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান, মেম্বর নুর ইসলাম মাগরেব, রেজাউল করিম মিঠু, ই-সেবা কেন্দ্রের রজব আলী শাওন, সিএইচপি প্রকল্পের নার্গিস পারভীন, রুমি সুলতানা, বৃষ্টি খাতুন ও বেবি ওয়াশ এর জোৎস্না প্রমুখ। ম্যাক্স ওয়াশ-২ প্রকল্পের এইচপিএ কর্মী ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে ফাতেমা খাতুন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রাবেয়া খাতুন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে অনিতা ব্যানার্জীর হাতে উপস্থিত অতিথিবৃন্দ ট্যাব তুলে দেন।
8,765,897 total views, 6,457 views today