কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে উন্নত প্রযুক্তিতে ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য ইনকিউবেটর মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নবযাত্রা প্রকল্পের উদ্যোগে মৌতলা ইউনিয়নের পানিয়ার হাকিম গাজীর বাড়িতে এই ইনকিউবেটর মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে কোডেক, নবযাত্রার উপজেলা সমন্বয়কারী কামাল হোসেনের সঞ্চালনায় এবং নবযাত্রা প্রকল্পের এফওসি আশীষ কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল। বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ইডিও শেখ মাসুদুল হাসান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কোডেক নবযাত্রা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার পান্না মৃধা।