বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লীতে হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বল্লী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডিলার রশিদুলের দোকান থেকে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ডিলার রশিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামছুর রহমান, বøক সুপারভাইজার মো. শাহজাহান আলী, বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম প্রমুখ।