সেপ্টেম্বর ১৫, ২০১৮
বঙ্গবন্ধু টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলায় দেবহাটা ও শ্যামনগরের জয়
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে নিজ নিজ খেলায় জয় পেয়েছে দেবহাটা উপজেলা দল ও শ্যামনগর উপজেলা দল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় তালা উপজেলা দল ও দেবহাটা উপজেলা দল। দুইদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও গোলের দেখা না পাওয়ায় খেলা ড্র হয়। পরে ট্রাইবেকারে তালা উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে জয়লাভ করে দেবহাটা উপজেলা দল। এদিকে, একই স্থানে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা পৌরসভা দল ও শ্যামনগর উপজেলা দল। এই ম্যাচে ৩-০ গোলে শ্যামনগর উপজেলা দল জয়লাভ করে। এর আগে সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ আল-আসাদ, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী কামরুজ্জামান প্রমুখ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবু ওয়াহিদ, সহকারী রেফারি ছিলেন আসাদুজ্জামান আসাদ ও বাবর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। 8,766,903 total views, 7,463 views today |
|
|
|