কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রার্থী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শেখ আতাউর রহমান মহান মুক্তিযুদ্ধের উপর তার রচিত গ্রন্থ ‘বঙ্গবন্ধুর প্রেমের তরী: চেতনায় একাত্তর’ নামের একটি বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
আতাউর রহমান জানান, এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং ব্যক্তিগত এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন।
একই সাথে প্রধানমন্ত্রী তাকে শ্যামনগর ও কালিগঞ্জের অবহেলিত জনপদের আপামর জনসাধারণের সার্বিক কল্যাণের জন্য দল, মত, ধর্ম, বণর্, নির্বিশেষে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।