পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত মহিলা আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাইগুনি গ্রামের ইউনুস আলীর স্ত্রী মর্জিনা বেগম, গণেশপুর গ্রামের সুজায়েত আলীর ছেলে আব্দুল কাদের সরদার (৩৫) এবং এনায়েতপুর গ্রামের নূর ইসলামের ছেলে আসাদুল কাগজী (৩০)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, রোববার রাতে অভিযান চালিয়ে জিআর ৫৬/১৭ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি বাইগুনি গ্রাম থেকে মর্জিনা বেগম, নাশকতার পরিকল্পনার অভিযোগে গণেশপুর গ্রাম থেকে আব্দুল কাদের সরদার ও এনায়েতপুর গ্রাম থেকে আসাদুল কাগজীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
8,413,732 total views, 1,885 views today