ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের তারকনাথ বিদ্যাপীঠে নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে নারী পুরুষের সম্পৃক্ততা বিষয়ক অধিবেশন সমাপ্ত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউএসএআইডির অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় এবং সুশীলন এর বাস্তবায়নে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধিসহ আর্থিক উন্নয়ন ও পরিবারের সমস্যা পরিবারেই মিটানো বিষয়ে আলোচনা করা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দেবাশিষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রতনপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল হোসেন খোকন। নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার বন্দনা মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, রতনপুর জামে মসজিদের ইমাম আ. সবুর প্রমুখ।
8,765,984 total views, 6,544 views today