ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জীবন দক্ষতা ভিত্তিক অধিবেশন শেষ হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) বিকেল ২টায় ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় নবযাত্রা প্রকল্প, সুশীলন’র আয়োজনে শিক্ষা অধিবেশনের শিখন বিনিময় ও কোর্স সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০ জন ছাত্র-ছাত্রীকে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা ও স্বাস্থাভ্যাস, বাল্য বিবাহ, মাদক, জীবন দক্ষতা, শিশু পাচার, যৌন নির্যাতন, জন্ম নিবন্ধন ও নারী পুরুষ সমতাসহ ২৪টি বিষয়ে ৬ মাস মেয়াদী কোর্স শেষে সনদপত্র প্রদান করা হয়।
নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মৌসুমী আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য এস এম আব্দুর রব।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোস্তফা আবু রায়হানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য আমেনা খাতুন, অভিভাবক সদস্য সৈয়দ হেমায়েত আলি প্রমুখ।