ধুলিহর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ৪৭তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোমিনুর রহমান মুকুলসহ অন্যন্যা শিক্ষকবৃন্দ। ১৬টি স্কুল ও মাদরাসার অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এতে উদ্বোধনী দিনে জি ফুলবাড়ি মাদ্রাসা গোবরদাড়ি মাদ্রাসাকে ৫-৪ গোলে, গোয়ালপোতা হাই স্কুল গাভা হাই স্কুলকে ১-০ গোলে, ধুলিহর হাই স্কুল ভালুকা চাঁদপুর হাই স্কুলকে ৩-১ গোলে, গোবরদাড়ি জোড়দিয়া হাই স্কুল এন্ড কলেজ শিমুলবাড়িয়া হাই স্কুলকে ১-০ গোলে পরাজিত করেছে।