ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম পথ সভা করেছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা আওয়ামী লীগ অফিস চত্বরে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শেখ শাহজাহান আলী, যুব লীগের জেলা সভাপতি এমএ মান্নান প্রমুখ।
বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসন থেকে নজরুল ইসলামকে মনোনয়ন দিলে অবহেলিত সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। তারা আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আরো শক্তিশালী করতে হবে। নেত্রী যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে নৌকায় ভোট দিতে হবে।