সেপ্টেম্বর ২৮, ২০১৮
জমে উঠেছে গুড়পুকুর মেলা
গাজী আসাদ: জমে উঠেছে গুড়পুকুর মেলা। শুক্রবার ছুটি দিন শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে চলমান মাসব্যাপী এ মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। যেন তিল ধারণের ঠাই ছিল না। কেউ কেউ ব্যস্ত সময় কাটিয়েছে কেটাকাটায়, কেউবা নাগরদোলা বা ড্যান্সিং বোটে চড়ে। উৎসাহ উদ্দীপনার ঘাটতি ছিল না শিশুদের মধ্যেও। তারাও ছুটির দিনে মেলায় এসে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। 8,815,809 total views, 155 views today |
|
|
|