সেপ্টেম্বর ২১, ২০১৮
চাম্পাফুলের মঠবাড়ি কমিউনিটি ক্লিনিক বন্ধ!
বাপ্পী সরকার, চাম্পাফুল: “প্রতিদিন ক্লিনিকে আসি, কিন্তু ডাক্তার আসে না। ক্যান আসে না তা কিজান? কেউ বলতি পারে না। মাঝে মাঝে কারও মুবাইল দে কল করলি ডাক্তার মেয়িডা কয় তার বিটা অসুস্থ। তাই সে আসতি পারে না। তা ইরাম করি আর কদ্দিন?” কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের চান্দুলিয়া মঠবাড়ি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে এসে ডাক্তার না পেয়ে ফিরে যাওয়ার পথে সুপ্রভাত সাতক্ষীরাকে এভাবেই সমস্যার কথা বলেন ষাটোর্ধ্ব আনজুয়ারা। পেটের আর দাতের সমস্যা নিয়ে এই নিয়ে মোট পাঁচ-ছয় দিন আসলেও ওষুধ নিতে পারেননি তিনি। শুধু আনজুয়ারা নন, এমন হাতাশা নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে আট থেকে দশ জন নারী-পুরুষের। কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার কারণে সেবা নিতে পারছেন না এসব মানুষ। 8,764,454 total views, 5,014 views today |
|
|
|