কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে ক্ষতিকর পোকার জরিপ ও দমনের জন্য আলোর ফাঁদ ব্যবহার উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে গৌরিঘোনা ইউনিয়নের বুড়–লিয়া বিলে আলোর ফাঁদ ব্যবহারের এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম মাহবুবুর রহমান উজ্জল, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, উপ-সহকারি কৃষি অফিসার আবুল কাশেম, সোহেল পারভেজ, তপন কুমার দে, পরিতোষ দাস, কৃষক শেখ হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।
8,413,343 total views, 1,496 views today