কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে দু’টি চুরির মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন যশোরের অভয়নগরের গোখোলা রেলবস্তি এলাকার সামাদ মোল্লার ছেলে ওলিয়ার রহমান (৪৪), আব্দুল হান্নান শেখের ছেলে রানা শেখ (৩৫) ও মৃত রব মোল্যার ছেলে বাবু মোল্যা (৩৫)।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে থানার উপ-পরিদর্শক নূর ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশ উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে ওলিয়ার রহমান, রানা শেখ ও বাবু মোল্লাকে চুরির অভিযোগে আটক করে।
এছাড়া পৃথক অভিযান চালিয়ে শুক্রবার রাতে পুলিশ আফছার গাজী নামে এক ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেন। সে উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামের মোহর গাজীর ছেলে। আটককৃতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।