কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩নং কয়লা ইউনিয়ন জয়লাভ করেছে।
রোববার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া পৌরসভাকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে কয়লা ইউনিয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহমেদ, কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী প্রমুখ।
খেলা পরিচালনা করেন জিএম মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও শেখ শাহজাহান আলী শাহিন।