আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫৭ পিস ইয়াবাসহ হাসান গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মৃত খায়রুল গাজীর ছেলে।
পুলিশ জানায়, রোববার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজারের জনৈক আল আমিন ইসলামের দোকানের সামনে থেকে ৫৭ পিস্ ইয়াবাসহ হাসানকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ১৩(৯)১৮ নং মামলা দায়ের করে সোমবার কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।