আশাশুনি প্রতিনিধি: আশাশুনির যদুয়ারডাঙ্গা বাজারে ট্রাক ও মটর সাইকেলের সংঘর্ষে মটর সাইকেল চালক আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক লাভলুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের ওমর আলি ঢালীর ছেলে ভাড়ায় মটর সাইকেল চালক লাভলু (৩০) যদুয়ারডাঙ্গা বাজারে কার্ত্তিকের দোকানের সামনে পৌঁছলে সামনের দিক থেকে আসা (ঝিনাইদহ-ট-১১-০২৬৩) একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। অবস্থা বেগতিক দেখে ট্রাক চালক পালিয়ে যায়। স্থানীয়রা লাভলুকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এসআই হাসানুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মটর সাইকেল থানা হেফাজতে নিয়েছেন।
8,769,377 total views, 1,100 views today