সাতক্ষীরায় ৯০’র দশকের ছাত্রলীগ নেতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রকার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স ম আলাউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মিলন মেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ’লীগ নেতা শেখ সাঈদ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, সাবেক শ্রমিক নেতা ও জেলা আওয়ামী লীগ’র দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, অ্যাড. অনিত মুখার্জী, জে এম ফাত্তাহ, মাহমুদ আলী সুমন, অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান, শেখ মারুফ হাসান মিঠু, এজাজ আহমেদ স্বপন, কাজী আক্তার হোসেন, মীর মোস্তাক আলী, বিদার হোসেন বাবলু, মীর মাসুদ আলী সুবীর, মোজাফ্ফর রহমান, শেখ রফিকুল ইসলাম রানা, নজরুল ইসলাম, শফিউদ্দিন সফি, সেলিম রেজা সবুজ, নজরুল ইসলাম হাবলু, রাশিদুজ্জামান রাশি, এবিএম সাইয়ার হোসেন বাবলা, সৈয়দ মহিউদ্দিন হাশেমী, কাজী ইকবাল হাসান, খন্দকার আনিসুর রহমান, তৌহিদ হাসান, মীর আশরাফ আলী বাবু প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকা- তৃণমূলে পৌঁছে দেয়ার জন্য সাবেক ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।
একই সাথে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ছাত্রলীগের সাবেক প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাহিদউদ্দিনকে আহবায়ক করে সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। একই সাথে আগামী ২৯ সেপ্টেম্বর সাবেক ছাত্রনেতাদের কনভেনশন আয়োজনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভার শুরুতে প্রয়াত ছাত্রলীগ নেতাদের স্মরণ করা হয়। সভা পরিচালনা করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা জে এম ফাত্তাহ। প্রেস বিজ্ঞপ্তি
৯০’র দশকের ছাত্রলীগ নেতাদের মিলন মেলা: শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/