Site icon suprovatsatkhira.com

১ম বিভাগ ফুটবল লীগ : গণমুখী ও ভালুকা চাঁদপুর সবুজ সংঘের খেলা ড্র

ডেস্ক রিপোর্ট: ১ম বিভাগ ফুটবল লীগে নিজেদের ম্যাচে গণমুখী সংঘ ও ভালুকা চাঁদপুর সবুজ সংঘের খেলা ড্র হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত খেলায় জোর প্রতিদ্বন্দ্বিতা চললেও কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলাটি গোল শূন্য ড্র হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খান, ১ম বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য আনোয়ার হোসেন, মোমিন উল্লাহ মোহন, শেখ ওলিউর রহমান প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version