ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা স্টেডিয়ামে চলমান ১ম বিভাগ ফুটবল লীগে জয় পেয়েছে সুলতানপুর ক্লাব।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে সুলতানপুর ক্লাব ১-০ গোলে সপ্তগ্রাম রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে।
জোর প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে সুলতানপুর ক্লাবের সাইফুল গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নেয়। শেষ পর্যন্ত গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় সুলতানপুর ক্লাব ১-০ গোলে জয় অর্জন করে।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই খেলায় রেফারি ছিলেন নাসির উদ্দীন, সহকারি রেফারি ছিলেন সাম্মু, সাত্তার ও বাবার আলী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম খান, ১ম বিভাগ ফুটবল লীগ ২০১৮ এর চেয়ারম্যান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য আনোয়ার হোসেন, মোমিন উল্লাহ মোহন, শেখ ওলিউর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, আজ শুক্রবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ ২০১৮ এর খেলায় মুখোমুখি হবে গণমূখী সংঘ ও ভালুকা চাঁদপুর সবুজ সংঘ।
১ম বিভাগ ফুটবল লীগে সুলতানপুর ক্লাবের জয়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/