Site icon suprovatsatkhira.com

হ্যান্ডবলে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়, কাবাডিতে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনালে হ্যান্ডবলে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় (বালক) ও আশাশুনি বালিকা বিদ্যালয় (বালিকা) ও কাবাডিতে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে হ্যান্ডবল (বালক গ্রæপ) খেলায় কাদাকাটি স্কুলকে ২-৮ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়।
কাবাডিতে (বালক) আশাশুনি হাইস্কুলকে পরাজিত করে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বিকালে বালিকা গ্রæপের হ্যান্ডবল প্রতিযোগিতায় অন্যকোন দল উপস্থিত না হওয়ায় আশাশুনি বালিকা বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, জিএম বেলাল হোসেন ও ইমরান হোসেন। এছাড়া আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে সাঁতার এর ৪টি ইভেন্টে অংশগ্রহণ করে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা বিবিএম কলেজিয়েট, কাদাকাটিসহ বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version