Site icon suprovatsatkhira.com

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের টগবগির খাল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টগবগির খাল এলাকায় অভিযান চালিয়ে দুইটি একনলা দেশীয় বন্দুক, দুই রাউন্ড গুলি, ১৪ রাউন্ড ফাঁকা গুলি এবং একটি কাঠের নৌকা উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. জাহিদ আল হাসান বলেন, কিছু দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টগবগির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা কোস্টগার্ড সদস্যদের ওপর গুলি চালায়। এসময় কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা পিছু হঠে। পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মালামাল মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version