Site icon suprovatsatkhira.com

সুন্দরবনে অপহৃত তিন জেলে উদ্ধার, আটক ১২

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে অপহৃত তিন জেলেকে উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দল খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত কঞ্চিরখাল সংলগ্ন এলাকা হতে অপহৃত জেলেদের উদ্ধার করে।
অপরদিকে, দাকোপ থানার অন্তর্গত ঝনঝনিয়া খাল হতে বিষ প্রয়োগ করার অপরাধে ০৬টি নৌকা ১২ হাজার মিটার চরঘেরা জাল, ৮০০ কেজি বিষযুক্ত চিংড়ি, ৪ লিটার বিষসহ ১২ জন জেলেকে আটক করা হয়। আটককৃত মালামাল কালাবগি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের ঠিকানা অনুযায়ী স্থানীয় মেম্বরদের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version