বাঁশদহা প্রতিনিধি: সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে সাহিত্যিক ওয়াজেদ আলীর ৬৪তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সীমান্ত রিপোর্টার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. প্রফেসর মো. আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাহিত্যিক ওয়াজেদ আলীর পরিবারের কেয়ার টেকার আব্দুল হামিদ, বিকে আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল কবির, সীমান্ত রিপোর্টার্স ক্লাবের সভাপতি বদরুজ্জামান খোকা, সাবেক মেম্বর আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তোহিদুর রহমান, সেলিমউদ্দীন, সিরাজুল ইসলাম, আলাউদ্দীন, মোস্তফা, আলীম, শফিকুল ইসলাম, আাশরাফুল ইসলাম, সবুজ, ইকবল প্রমুখ।
সভায় আগামী ১৯ নভেম্বর সাহিত্যিক ওয়াজেদ আলীর মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে একই সাথে সাহিত্যিক ওয়াজেদ আলীর জীবনী নিয়ে কবিতা, ছোট গল্প, সাহিত্য বিষয়ক লেখা আহবান করা হয়।
সাহিত্যিক ওয়াজেদ আলীর মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/