Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা বুক হাউজ থেকে ৪৮০ পিস সরকারি বই জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বুক হাউজ থেকে মাধ্যমিকের ৪৮০ পিস সরকারি বই জব্দ করেছে জেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুক হাউজে অভিযান চালানো হয়। এসময় তাদের গুদামে ২০১৯ সালের ৬ষ্ঠ শ্রেণির ৪৮০ পিস সরকারি বিজ্ঞান বই পাওয়া যায়। অবৈধভাবে সরকারি বই রাখায় বইগুলো জব্দ করা হয়।
সূত্র আরও জানায়, সাতক্ষীরা বুক হাউজের মালিক শফিউল্লাহ ভূঁইয়া ও নাসিরুল্লাহ ভূঁইয়া দাবি করেছে বইগুলো টেন্ডারের মাধ্যমে অন্য একজন আশাশুনি নিয়ে যাওয়ার জন্য এখানে রেখে যায়। তবে এ কথার সত্যতা না পাওয়া বইগুলো জব্দ করা হয় এবং দোকানের মালিক এই ধরণের কাজ আর করবে না বলে মুচলেকা দিয়ে এ যাত্রাই রেহাই পায়।
জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়। বইগুলো জব্দ করে জেলা শিক্ষা অফিসে রাখা হয়েছে। এই ধরণের কাজ আর করবে না বলে সাতক্ষীরা বুক হাউজের মালিক মুচলেকা দিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version