Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা-খুলনা সড়কে ঢিবি! বাড়ছে দুর্ঘটনা

এস.এম নাহিদ হাসান: সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশ মাইল থেকে শাকদাহ ব্রিজ পর্যন্ত এলাকায় ভারী যানবাহনের চাপে একাধিক উঁচু-লম্বা ঢিবি তৈরি হয়েছে। এতে বাড়ছে দুর্ঘটনা। ইতোমধ্যে এই এলাকা দুর্ঘটনা প্রবণ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। যত দিন যাচ্ছে ঢিবিগুলো তত বড় হচ্ছে। বিশেষ করে রাতে এ সড়কে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা-সাতক্ষীরা সড়কের ত্রিশমাইল থেকে শাকদাহ ব্রিজ পর্যন্ত এলাকার একাধিক স্থানে উঁচু ঢিবি তৈরি হয়েছে। এর ভিতর সংগ্রাম অটো রাইস মিলের সামনের ঢিবিগুলো রাতে বা দিনে যেকোন অপরিচিত চালকের জন্য মরণফাঁদ সরূপ। এসব ঢিবি উচ্চতায় ছয় থেকে আট ইঞ্চি হবে। মাহেন্দ্র চালক আব্দুর রাজ্জাক বলেন, সড়কের এ ঢিবিগুলো আমাদের জন্য খুব বিপদজনক। মহেন্দ্রের বডি অনেক সময় এই ঢিবিতে বেধে যায়। এছাড়া রাতে অনেক সময় এগুলো চোখে পড়ে না। ফলে ঢিবির উপর চাকা উঠে গাড়ি উল্টে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। পিকআপ চালক রশিদ বিশ্বাস বলেন, দীর্ঘ দিন এ ঢিবিগুলো রয়েছে কিন্তু কেউ এগুলো সমান করে দিচ্ছে না। আমরা অনেক সময় না বুঝতে পেরে ঢিবির উপর দিয়ে গাড়ি তুলে দেই। এতে দুর্ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী বলেন, খুলনা-সাতক্ষীরা সড়কের এ জয়গাটা বেশ ফাঁকা। তাই যে কোন পরিবহন খুব দ্রুতগতিতে চলে। তাই সারাবছরই এই জায়গায় দুর্ঘটনা ঘটে। এতে নতুন করে যোগ হয়েছে এসব ঢিবি। প্রায় রাতে মটরসাইকেলসহ বিভিন্ন পরিবহণ এসব ঢিবিতে বেধে দুর্ঘটনার শিকার হচ্ছে।
এলাকাবাসী ঢিবিগুলো দ্রুত সমান করে দিয়ে নির্বিঘেœ যানবাহন চলাচলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version