সেপ্টেম্বর ১৬, ২০১৮
সাতক্ষীরায় নারীকে গাছে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন, আটক ৪
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গাছে বেঁধে বিবস্ত্র করে এক নারীকে নির্মম নির্যাতন করেছে তার প্রতিবেশীরা। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের নিমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতিত মহিলার নাম ছালেহা বেগম (৫০)। তিনি ওই গ্রামের জাহাবক্স সরদারের স্ত্রী ও মৃত ওয়াজেদ সরদারের মেয়ে। প্রত্যক্ষদর্শী ভাড়ুখালি গ্রামের সেকেন্দার সরদারের ছেলে রজব আলী সরদার (৬৫), মিনাজ উদ্দীনের ছেলে আব্দুস সবুর (৫৫), আরশাফ ঢালির স্ত্রী আছিয়া খাতুন (৫০), আবুল হোসেন (৪৬), রবিউল ইসলামসহ আরো অনেকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দার রহমান, তার ভাই মুজিবর রহমান ও আজিবর রহমান শনিবার বিকাল ৪টার সময় গৃহবধূ ছালেহা বেগমকে আটক করে তাদের বাড়ির উঠানের একটি আমগাছের সাথে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন চালায়। বিষয়টি তাৎক্ষণিক সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে জানানো হলে সদর থানার এসআই কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূ ছালেহা বেগমকে উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দার রহমান, তার স্ত্রী, ছেলে ফিরোজ হোসেন ও মজিবর রহমানকেসহ চারজনকে আটক করেন। সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,414,396 total views, 2,549 views today |
|
|
|