Site icon suprovatsatkhira.com

সরকারি সিদ্ধান্তে আশাশুনি সদর ভূমি অফিসের জনগুরুত্বপূর্ণ প্রাচীর নির্মাণ : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় সাতক্ষীরার সাবেক ডিসিসহ ৩ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন ও আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানাসহ তিনজনকে তিন মাস করে দেওয়ানী কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আশাশুনি আদালতের সিনিয়র সহকারি জজ সাবরিনা চৌধুরী এই রায় দেন।
যদিও এই মামলা সম্পর্কে কিছু জানেন না বলে জানান সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম মো. মহিউদ্দিন।
তিনি জানান, এই মামলা সম্পর্কিত কোন নোটিশ এ পর্যন্ত পায়নি। তবে, রায়ের খবর শুনে খোঁজখবর নিয়েছি, মামলাটি সম্ভবত আশাশুনি সদর ভূমি অফিসের প্রাচীর নিয়ে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
এদিকে, এ মামলায় সাজাপ্রাপ্ত আশাশুনি সদর সহকারি ভূমি অফিসার কামাল হোসেন সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, আশাশুনি সদর ভূমি অফিস রক্ষণাবেক্ষণের জন্য সরকারি জায়গায় সরকারি সিদ্ধান্তে প্রাচীর দেওয়া হয়। প্রাচীর দেওয়ার সময় স্থানীয় ননি বালা হালদার বাধ সাধেন। তারা ওই পথ দিয়ে যাতায়াত করেন উল্লেখ করে প্রাচীর না দেওয়ার জন্য হুমকি ধামকি দেন। কিন্তু সরকারি সিদ্ধান্তে টেন্ডারের মাধ্যমে প্রাচীর নির্মাণ করা হয়। ওই সময় তিনি আদালতে প্রাচীর দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। কিন্তু প্রাচীর নির্মাণের কাজ শেষ হওয়ার এক মাস পর আদালত প্রাচীর নির্মাণে নিষেধাজ্ঞার আদেশ দেন। এই আদেশ পেয়ে ননি বালা হালদার নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রাচীর নির্মাণ করা হচ্ছে মর্মে আদালতে ফের মিস কেস করে। এই মামলায় আদালত নিষেধাজ্ঞা অমান্য করায় আমাদের দায়ী করেছে। এ মামলায় আমরা আপিল করবো।
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মিস কেস ১৩/২০১৭ থেকে উদ্ভুত দেওয়ানি ৬০/২০১৭ এর এক নির্দেশে ২০১৭ সালের ২৬ জুলাই আদালত এক একর ৬৮ শতাংশ জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বাদী ননী বালা হালদারের আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
অথচ জেলা প্রশাসক ও ইউএনও উক্ত জমিতে বিবাদী পক্ষকে যেতে সহায়তা করেন। এতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা ঘটে। মঙ্গলবার এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে সিনিয়র সহকারি জজ (আশাশুনি আদালত) তাদের তিনজনকে তিন মাসের কারাদ- দেন। তাদেরকে আগামী এক মাসের মধ্যে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই আদেশ লংঘন করলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছেন আদালত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version